এশিয়া কাপ ২০২৫ এর গ্রুপ পর্বে টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ নাটকীয় এক ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে। ১৫৪ রানের টার্গেট তাড়া করতে নেমে আফগানিস্তান শেষ ওভার পর্যন্ত লড়ে গেলেও শেষ মুহূর্তে বাংলাদেশি বোলারদের ঠাণ্ডা মাথার প্রদর্শনী ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেয়।
কোথায় জিতল বাংলাদেশ?
বাংলাদেশের জয়টা এসেছে মূলত বোলিং ও ফিল্ডিংয়ের শৃঙ্খলার কারণে। ব্যাটিং বিভাগ ১৫৪ রানের মাঝারি মানের স্কোর তুললেও, আফগানিস্তানের ব্যাটাররা যখনই হাত খুলতে শুরু করেছে, তখনই বাংলাদেশ গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দিয়েছে।
নাসুম আহমেদ শুরুতেই পাওয়ারপ্লেতে দুইটি উইকেট নিয়ে আফগান ব্যাটিং লাইনআপকে চাপে ফেলে দেন (৪-১-১১-২)।
রিশাদ হোসেন মাঝের ওভারে ২ উইকেট নিয়ে রানের গতি থামিয়ে দেন, ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে।
ম্যাচের আসল টার্নিং পয়েন্ট আসে মুস্তাফিজুর রহমানের ১৯তম ওভারে। তিনি টানা দুই বলে আফগান অধিনায়ক রশিদ খান ও গজনফারকে আউট করেন। তার স্পেল শেষ হয় ৪-০-২৮-৩ এ।
শেষ ওভারে আফগানিস্তানের প্রয়োজন ছিল ২২ রান। তাসকিন আহমেদ দুই ছক্কা খেলেও ধৈর্য হারাননি। শেষ বলেই নূর আহমেদকে আউট করে ম্যাচ শেষ করেন (৪-০-৩৪-২)।
টার্নিং পয়েন্ট
যখন আফগানিস্তানকে জেতার জন্য ৩১ রান দরকার ছিল ১৮ বলে, তখন রশিদ খান ও নূর আহমেদ মিলে খেলার মোড় ঘোরাতে শুরু করেছিলেন। তবে মুস্তাফিজুরের নিখুঁত ইয়র্কার আর তাসকিনের শীতল মাথার শেষ ওভার বাংলাদেশকে ম্যাচে ফেরায়। এই দুটি জায়গাই ছিল বাংলাদেশের জয়ের মোড় ঘোরানো মুহূর্ত।
ব্যাটিংয়ে কারা ভরসা দিল?
বাংলাদেশের ইনিংসে বড় অবদান রাখেন তানজিদ হাসান (৩১ বলে ৫২) এবং সাইফ হাসান (২৮ বলে ৩০)। যদিও লিটন দাস ও অন্যরা বড় ইনিংস খেলতে পারেননি, তবে শেষ দিকে জাকার আলি ও নুরুল হাসান ছোট কিন্তু কার্যকর ক্যামিও খেলেন, যা দলকে লড়াই করার মতো রান দেয়।
আফগানিস্তান কোথায় হারল?
আফগানিস্তান আসলে হেরেছে বড় পার্টনারশিপ গড়তে না পারায়। গুরবাজ, ওমরজাই, রশিদ সবাই ঝলক দেখিয়েছেন, কিন্তু কেউই ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি। বিশেষ করে নাসুম ও রিশাদের স্পিনে আফগান টপ অর্ডার ভেঙে পড়ায় পুরো ম্যাচটাই পেছনে পড়ে যায় তারা।
পরের সমীকরণ
এই জয়ে বাংলাদেশ সুপার ফোরে ওঠার আশা বাঁচিয়ে রাখল। আফগানিস্তানের এখন তাকিয়ে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচ আর নেট রান রেটের দিকে।
বিডি প্রতিদিন/আশিক