বগুড়ায় ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের মধ্যে দুজন নারী। সোমবার রাতে শহরের নামাজগড় থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়। গতকাল দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এসব তথ্য জানান। আটক ব্যক্তিরা হলেন কাহালু উপজেলার খাড়িয়া নিশিন্দারার আবু দারদা ওরফে সজীব (৩১), ধামাই প্রামাণিকপাড়ার আর্জিনা বেগম (৩৫) ও সদরের ফাঁপর মধ্যপাড়ার রিমা খাতুন (২৮)। অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলার পর আদালতের মাধ্যমে আটকদের কারাগারে পাঠানো হয়েছে।