সিরাজগঞ্জের সলঙ্গায় দ্রুত বিচার আইনের মামলায় আসামি জামিনে মুক্ত হয়েই মামলা তুলে নেওয়ার জন্য বাদী ও তার পরিবারকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। নিরাপত্তাহীনতায় ভুগছে বাদীর পরিবার।
জানা যায়, সলঙ্গা থানার কাচিয়ার চর গ্রামের মামলার বাদী নাজমা খাতুন এবং আসামি শান্তাহার আলী, রাজু আহমেদ, রায়হান আলী, আঞ্জুয়ারা খাতুন ও শ্যামা খাতুন পরস্পর প্রতিবেশী। শান্তাহার কিছুদিন আগে বাদীর স্বামী মোরশেদুল ইসলামের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় ২৫ সেপ্টেম্বর শান্তাহারসহ আসামিরা মোরশেদুলের বাড়িতে হামলা চালায়। চারজনকে মারপিট এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে তারা। বাদী থানায় অভিযোগ দিলে পুলিশ গ্রহণ না করায় ৩০ সেপ্টেম্বর দ্রুত বিচার আদালতে মামলা করেন। দুই নম্বর আসামি রাজু আহমদ ১০ অক্টোবর গ্রেপ্তার হন। রাজুসহ সব আসামি ১২ অক্টোবর জামিন নেন। এরপর থেকে তারা বাদী ও তার পরিবারকে মামলা তুলে নিতে বিভিন্ন হুমকি-ধামকি দিচ্ছে। বাদী জানান, আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসন ও আদালতের হস্তক্ষেপ কামনা করছি। মামলা তদন্তকারী কর্মকর্তা মায়নুল হোসেন জানান, মামলা তুলে নেওয়ার হুমকির বিষয়ে অভিযোগ দিলে আদালতে প্রতিবেদন দাখিলপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।