খননের তিন বছর না যেতেই আবার ভরাট হচ্ছে জয়পুরহাটের চিরি নদী। প্রায় ২২ কিলোমিটার এ নদীর কোথাও কোথাও ছেয়ে গেছে কচুরিপানায়। কোনো কোনো স্থানে নেই পানি। খননের পর যে সুফল মিলছিল তা থেকে বঞ্চিত দুই পারের মানুষ। স্থানীয় বাসিন্দা ও নদী আন্দোলনের নেতারা মনে করছেন, অপরিকল্পিত খননে বালু-মাটি আবার নদীতে মিশে যাওয়া, বর্জ্য ফেলা ও ব্যবস্থাপনার অভাবে নদীর এ অবস্থা। নাব্য টিকিয়ে রাখতে প্রয়োজন যথাযথ রক্ষণাবেক্ষণ। স্থানীয় খনজনপুরের বাসিন্দা আবদুস সোবাহান বলেন, খননের আগে আমাদের বাড়ির কাছে চিরি নদীতে কিছু পানি থাকত সব সময়। প্রতিদিনের কাজে এ পানি ব্যবহার করতাম। কীভাবে নদী খনন করল, পানি থাকে না। নদী সংস্কার করে বরং আরও অসুবিধা হয়েছে। পানি পাচ্ছি না। আবার কচুরিপানায় ভরে গেছে। একই এলাকার আজাদ হোসেন বলেন, ছোট বেলায় নদীতে অনেক মাছ ধরা হতো। মনে হয়েছিল খননের পর নাব্য ফিরে আসবে। এখন তা দেখা যাচ্ছে না। বৃষ্টি হলেও বেশির ভাগ জায়গায় পানি থাকে না। পানি না থাকায় মাছ ধরা যায় না, গোসল করা যায় না। নদী আমাদের কোনো উপকারে আসছে না। কুঠিবাড়ী ব্রিজ এলাকার ফারুক হোসেন বলেন, কোটি কোটি টাকা খরচ করে নদী খনন করা হলো কিন্তু কোনো পানি নেই। তাহলে জনগণের কী লাভ হলো? আমরা তো কোনো সুবিধা পাচ্ছি না। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের জয়পুরহাট জেলা সমন্বয়ক লুৎফুল্লাহিল কবির আরমান বলেন, চিরি নদী খনন হয়েছে পুরোপুরি অপরিকল্পিতভাবে। খননের সময় মাটি-বালু নদীর পাড়ে রাখা হয়েছিল। পরে বৃষ্টির পানিতে ধুয়ে আবার নদীতে পড়ে নদী ভরাট হয়ে যাচ্ছে। ফলে সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। কোটি কোটি টাকা খরচ করে নদী খননে কোনো লাভই হয়নি। জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রিয়াদুল ইসলাম বলেন, ১২০ কোটি ৬৯ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়ে জয়পুরহাটে ১৩০ কিলোমিটার চারটি নদীর খনন কাজ করা হয়েছে। এ থেকে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। বন্যার ঝুঁকি কমেছে। নদীগুলো বড় কোনো নদীর সঙ্গে সংযুক্ত না থাকায় পানি কম থাকে। চিরি নদী ভরাট বা কচুরিপানা জমেছে এ বিষয়ে আমাদের কেউ জানায়নি। বরাদ্দ পেলে কচুরিপানা সরানো বা রক্ষণাবেক্ষণে কাজ করা হবে।
শিরোনাম
- বেনজীর-ইমরানসহ ১০৩ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ
- টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ
- বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান : তারেক রহমান
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
- একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু
- সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
- ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি: এ্যানি
- সিলেট সীমান্তে বিএসএফ’র অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ
- মহাসড়কে বাইক প্রতিযোগিতা, প্রাণ গেল তরুণের
- পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড
- প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
- জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা
- রং মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা
- গাজীপুরে রনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- সিলেটের শ্রমিক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
- খিলগাঁওয়ে খাল থেকে মরদেহ উদ্ধার
মিলছে না খননের সুফল
জয়পুরহাট - তিন বছরেই ভরাট চিরি নদী সুবিধাবঞ্চিত দুই পাড়ের মানুষ অপরিকল্পিত কাজ হয়েছে দাবি স্থানীয়দের
শামিম কাদির, জয়পুরহাট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর