নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে কষ্টিপাথরের মূর্তিসহ দুজনকে আটক করেছে র্যাব। গতকাল দুপুরে র্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আটকরা হলেন- উপজেলার জয়পুর এলাকার মামদুদুল ইসলাম (৪৫) ও দুর্গাপুর এলাকার তরিকুল ইসলাম (৩৫)। এর আগে সোমবার উপজেলার বেনিদুয়ার এলাকা থেকে মূর্তিসহ তাদের আটক করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মামদুদুল ও তরিকুল প্রাচীন পুরাকীর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা বিভিন্ন এলাকা থেকে কষ্টিপাথরের মূর্তি অবৈধভাবে সংগ্রহ করে পাশের দেশে পাচার করত। কয়েকদিন র্যাব-৫-এর একটি গোয়েন্দা দল তাদের গতিবিধি নজরে রেখে সোমবার হাতেনাতে আটক করে। মূর্তিটির উচ্চতা ২৪.৫ ইঞ্চি এবং ওজন ২৫.১ কেজি। যার আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা। মামলার পর মূর্তিসহ তাদের ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।