নোয়াখালীর সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার খলিফারহাট বাজারে এ সংঘর্ষ হয়। আহতরা হলেন- যুবদল কর্মী মো. সিরাজ, সবজি বিক্রেতা গাজী আলম, সিএনজিচালক সিরাজ ও শাহজাহান এবং পথচারী হিমেল। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।