ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের কাছ থেকে গাজী বোরহান উদ্দিন নামে নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার উপজেলার অরুয়াইল বাজারে পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। গাজী বোরহান উদ্দিন অরুয়াইল যুবলীগের আহ্বায়ক। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এসআই টিপু সুলতান জানান, বোরহান উদ্দিনকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে শতাধিক দুষ্কৃতকারী হামলা চালিয়ে ছিনিয়ে নেয়। ওসি মোরশেদুল আলম বলেন, তাকে আবারও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামি ছিনতাইয়ের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।