খাগড়াছড়ির মহালছড়ি বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১৮টি দোকান। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ২৮টি দোকান। আগুনে প্রায় ৭ কোটি টাকার পণ্য ও সম্পদ পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মঙ্গলবার গভীর রাতে বাজারের একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহ্যবাহী মেড্ডা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১১টি দোকান পুড়ে ছাই হয়েছে। সাবেক পৌর কাউন্সিলর শেখ মো. মাহফুজ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।