সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে জেলা শহরের শাপলা চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন' এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল। এসময় কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মন্তাজ আলী, সদস্য সচিব রেজাউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম প্রমুখ।
বক্তারা বলেন, সার ব্যবসায়ী সিন্ডিকেটকের দৌরাত্বের কারণে কৃষকরা চরম বিপাকে পড়েছেন। বাধ্য হয়ে তাদের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে। সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি মূল্যে সার বিক্রি করছেন এসব অসাধু ব্যবসায়ীরা। এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।
বিডি প্রতিদিন/নাজিম