সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত রবিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক অফিস আদেশে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। গতকাল তিনি এই পদে যোগ দেন। নবনিযুক্ত মহাপরিচালক বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি যেহেতু একটি জাতীয় প্রতিষ্ঠান, তাই সারা দেশের সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা অপসংস্কৃতির কথা বলছি না।
সংস্কৃতি মানে হলো মানুষের মধ্যে যে নান্দনিকতা অথবা অমঙ্গলের বিরুদ্ধে যে মঙ্গল অথবা অশান্তির বিরুদ্ধে যে শান্তি, মানুষে মানুষে বিভেদ দূর করে তাদের মধ্যে এক ধরনের সম্প্রীতি তৈরি করা। এই সবকিছুর জন্য সংস্কৃতি চর্চার ভীষণ প্রয়োজন। একজন শিল্পী যখন শৈল্পিকতার মাধ্যমে তার পরিবেশনা উপস্থাপন করেন সেগুলো মানুষকে আপ্লুত করে, হৃদয়ের কাছাকাছি যাওয়ার জায়গা করে দেয়। তাই আপনারা যারা শিল্পকলা একাডেমিতে আছেন এটাকে শুধু একটি চাকরি না ধরে মিশন এবং ভিশন-এই দুটোকে একত্রিত করে বাংলাদেশের মানুষকে অপসংস্কৃতির হাত থেকে দূরে এনে সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে পারেন এবং এই ধারাটা বজায় রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়।