কাতারের দোহায় অনুষ্ঠিত আরব-ইসলামিক জরুরি সম্মেলনে ইরান ও সৌদি আরবের শীর্ষ নেতারা মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও ফিলিস্তিনিদের ওপর হামলা মোকাবিলায় মুসলিম বিশ্বের একজোট হওয়াকে একান্ত প্রয়োজনীয়তা বলে মন্তব্য করেছেন তারা।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রধান মুসলিম দেশগুলোর বিশেষ করে সৌদি আরবের খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। মাসুদ পেজেশকিয়ান বলেন, যদি মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয় তবে ইসরায়েল কোনো মুসলিম দেশকে আক্রমণ করার সাহস পাবে না। পেজেশকিয়ান বিশ্বাস করেন, সৌদি আরব এ ঐক্যের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জবাবে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরান, সৌদি আরব ও তুরস্কের মতো বড় মুসলিম দেশগুলোর সম্পর্ক সম্প্রসারিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ইসলামিক দেশগুলোকে দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী হতে হবে, যাতে তারা নিজেদের স্বাধীনতা ও মর্যাদা আরও কার্যকরভাবে রক্ষা করতে পার। ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই যেন ইহুদিবাদী শাসনের আগ্রাসন ও বাড়াবাড়ি প্রতিরোধ করতে পারে।-প্রেস টিভি
তিনি আরও বলেন, আমাদের এ অঞ্চলে বিশেষ পরিস্থিতি বিরাজ করছে। আমাদের, আপনাদের এবং অন্য ইসলামিক দেশগুলোর মধ্যে সহযোগিতা ও ঐক্য জোরদার করা কোনো বিকল্প নেই।