যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক টাইমস পত্রিকার বিরুদ্ধে ১ হাজার ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা দায়ের করেছেন। যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী এ সংবাদপত্রটির বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন যে, এটি ডেমোক্র্যাটিক পার্টির মুখপত্রে পরিণত হয়েছে এবং তার সম্পর্কে ‘ভুল ও মানহানিকর’ খবর ছড়িয়েছে। ফ্লোরিডার একটি জেলা আদালতে সোমবার রাতে ট্রাম্পের আইনজীবীরা মামলা দায়ের করেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, টাইমস সততা, বস্তুনিষ্ঠ ও যথার্থতার যে সাংবাদিকতা মূল্যবোধের দাবি করত, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। -রয়টার্স
প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা প্রচারের অন্যতম প্রধান ও নির্লজ্জ উৎসে পরিণত হয়েছে এ সংবাদপত্র। ট্রাম্পের অভিযোগ, নিউইয়র্ক টাইমস নির্বাচনে হস্তক্ষেপ করেছে। গত নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে সেই খবরটি পত্রিকার প্রথম পাতায় বিশেষভাবে ছেপেছে পত্রিকাটি। তবে নিউইয়র্ক টাইমস এখনো এ নিয়ে কোনো মন্তব্য করেনি। ট্রাম্প এর আগেও মার্কিন গণমাধ্যমের বিরুদ্ধে একাধিক বহু মিলিয়ন ডলারের মামলা করেছেন। এবিসি নিউজ, উপস্থাপক জর্জ স্টেফানোপোলস এবং প্যারামাউন্টের বিরুদ্ধে করা মামলাগুলো ইতোমধ্যে সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তি হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মামলা এখনো চলমান। নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘নিউইয়র্ক টাইমস হলো ‘আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট এবং অধঃপতিত সংবাদপত্রগুলোর একটি। তারা আমার, আমার পরিবার, ব্যবসা, আমেরিকা ফার্স্ট আন্দোলন এবং পুরো জাতির বিরুদ্ধে মিথ্যার ধারাবাহিক প্রচার চালিয়ে যাচ্ছে,’ তিনি অভিযোগ করেন।