উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি দোকানে আগুন লাগার পর হতাহতের এ ঘটনা ঘটে। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে, উত্তর-পশ্চিম মেক্সিকোর হার্মোসিলো শহরে একটি ডিসকাউন্ট স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
দেশজুড়ে চলা ‘ডে অব দ্য ডেড’ উৎসবের দিন স্থানীয় শনিবার এ দুর্ঘটনা ঘটে। এদিন মানুষ নানা আয়োজনের মাধ্যমে তাদের প্রয়াত প্রিয়জনদের স্মরণ করছিল।
সোনোরা প্রদেশের গভর্নর আলফোনসো দুরাজো এক ভিডিও বার্তায় বলেন, দুর্ঘটনার কারণ উদঘাটনে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অধিকাংশ মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়ায় শ্বাস নেওয়ার কারণে।