পারমাণবিক স্থাপনাগুলোকে নতুন করে আরও শক্তিশালীভাবে নির্মাণ করবে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যমে গতকাল একথা বলেছেন। একই সঙ্গে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না বলেও জানিয়েছেন তিনি। ইরানের আণবিক শক্তি সংস্থা পরিদর্শন করার সময় পেজেশকিয়ান এসব কথা বলেন। পরিদর্শনকালে ইরানের পারমাণবিক শিল্পের ঊর্ধ্বতন ব্যবস্থাপকের সঙ্গে পেজেশকিয়ান সাক্ষাৎ করেন।
ওদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরান গত জুন মাসে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালুর চেষ্টা করলে তিনি সেসব স্থাপনায় নতুন করে হামলার নির্দেশ দেবেন।