গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দা ক্রমশ তীব্র হচ্ছে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্বজুড়ে চাপ বাড়ছে। আগামী সপ্তাহে জাতিসংঘের এক শীর্ষ সম্মেলনে লুক্সেমবার্গ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন সোমবার গভীর রাতে সাংবাদিকদের বলেন, গত কয়েক মাসে পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। তিনি আরও জানান, এখন ইউরোপ এবং বিশ্বের অন্যান্য অংশে আন্দোলন গড়ে উঠছে, যা প্রমাণ করে যে দ্বিরাষ্ট্র সমাধান এখনো প্রাসঙ্গিক। ফ্রিডেন জানান, আগামী সপ্তাহে দ্বিরাষ্ট্র সমাধান বিষয়ক সম্মেলনে তার সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে থাকা দেশগুলোর সঙ্গে যোগ দেবে। লুক্সেমবার্গের এ ঘোষণার আগে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং বেলজিয়ামের মতো দেশগুলোও জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। -গালফ নিউজ
এর আগে সংযুক্ত আরব আমিরাতও ফ্রান্সের এ উদ্যোগকে স্বাগত জানায়। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এ পদক্ষেপের তীব্র বিরোধিতা করছে ইসরায়েল এবং তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এ ধরনের পদক্ষেপ হামাসকে সাহস জোগাচ্ছে।