কলকাতায় ‘কম্বাইন্ড কমান্ডার কনফারেন্স’ বা ‘যৌথ সেনা সম্মেলন-২০২৫’-এর উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল থেকে ভারতীয় স্থল বাহিনীর পূর্বাঞ্চলীয় সেনা কার্যালয় কলকাতার বিজয় দুর্গে (সাবেক ফোর্ট উইলিয়াম) শুরু হয়েছে তিন দিনের এই সেনা সম্মেলন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং, দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তিন বাহিনীর সর্বাধিনায়ক (চিফ অব ডিফেন্স স্টাফ) জেনারেল অনিল চৌহানসহ বাহিনীর তিন প্রধানের শীর্ষ সেনা কর্মকর্তারা।