নেপালের রাজধানী কাঠমান্ডুর বালুয়াটারে দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে জেন-জি আন্দোলনে নেতৃত্ব দেওয়া কিছু তরুণ। রবিবার রাতে বালুয়াটারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এ বিক্ষোভ করেছে তারা। আন্দোলনকারীদের সঙ্গে পরামর্শ ছাড়া মন্ত্রিসভায় নতুন তিনজন মন্ত্রী নিয়োগের সিদ্ধান্তের বিরোধিতা করে বিভিন্ন ধরনের স্লোগান দেন বিক্ষোভকারীরা।
দেশটির জেন-জি আন্দোলনে নেতৃত্ব দেওয়া সুদান গুরুং ও তাঁর অনুসারীরা এ বিক্ষোভ করেন। নিজেদের জেন-জি আন্দোলনের নেতা দাবি করে তাঁরা মন্ত্রিসভা সম্প্রসারণের প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন। তাঁদের অভিযোগ, মন্ত্রিসভা সম্প্রসারণের আগে তাঁদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ করা হয়নি। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবি করেন।
নতুন তিন মন্ত্রীর শপথ : নেপালে অন্তর্বর্তী সরকারে নতুন তিন মন্ত্রীকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। রবিবার তাঁদের নাম ঘোষণা করা হয়। গতকাল তাঁরা শপথ নিয়েছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সাবেক অর্থসচিব রমেশ্বর খনালকে অর্থমন্ত্রী, আইনজীবী ওম প্রকাশ আর্যালকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক কুলমান ঘিসিংকে জ্বালানি ও সেচমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঘিসিংকে পদ্ম কাঠামো ও পরিবহন এবং নগর উন্নয়ন ও অতিরিক্ত আরও দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে, প্রথম দিকে অ্যাডভোকেট আর্যাল সরকারে বাইরে থেকে সহযোগিতা করতে চাইলেও শেষ পর্যন্ত মন্ত্রী হওয়ার প্রস্তাবে রাজি হন। তিনি সম্প্রতি রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল, প্রধানমন্ত্রী কার্কি, জেন-জি প্রতিনিধিদের সঙ্গে প্রধান রাজনৈতিক দলের আলোচনায়ও অংশ নিয়েছিলেন। -কাঠমান্ডু পোস্ট