সিলেটের গোয়াইনঘাট জাফলং পর্যটন কেন্দ্রে বেড়াতে গিয়ে পিয়াইন নদীতে ডুবে নিখোঁজ হওয়া পর্যটকের লাশ এক সপ্তাহ পর উদ্ধার হয়েছে। গতকাল সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় তার লাশ ভেসে ওঠে। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
নদীতে ডুবে মারা যাওয়া পর্যটক আবু সুফিয়ান (২৬) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আবদুল হকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় পর্যটক আবু সুফিয়ানের লাশ ভাসমান অবস্থায় দেখতে পেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।