পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি বিদ্যালয়ে হঠাৎ অজ্ঞাত রোগে আক্রান্ত হন এক শিক্ষিকাসহ ৪০ ছাত্রী। তাদের মধ্যে ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মির্জাগঞ্জ উপজেলার ঝাটিবুনিয়া মোজাফফর ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল এ ঘটনা ঘটে।
শিক্ষকরা জানান, হঠাৎ একের পর এক শিক্ষার্থী অসুস্থ হতে থাকে। ১ ঘণ্টার মধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণির অন্তত ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয়। রুমানা আক্তার নামে একজন শিক্ষিকাও অসুস্থ হয়ে পড়েন। প্রধান শিক্ষক আবদুস সাত্তার জানান বলেন, দুপুর ১২টার দিকে এক ছাত্রী অসুস্থ হয়। এরপর একে একে ৩০-৪০ জন অসুস্থ হয়ে পড়ে। বেশি অসুস্থদের হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসক সামসুল ইসলাম সোহেল বলেন, ‘এটি এক ধরনের গণমনোস্তাত্মিক সমস্যা। মানসিক চাপ, দুশ্চিন্তা বা আবেগ থেকে এ ধরনের উপসর্গ দেখা দেয়।