কুমিল্লার বরুড়া পৌর এলাকার শুশুন্ডায় জমি দখলে বাধা দেওয়ায় এক পরিবারের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক জানান, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সূত্র জানায়, শুশুন্ডা গ্রামের বাবলু রায় ও রিপন সরকার প্রতিবেশী। সিএস ও আরএসে জমি ঠিক থাকলেও রিপন জালিয়াতির মাধ্যমে বিএসএতে উল্টাপাল্টা করেন। বাবলুদের নামে উঠানো হয় অগুরুত্বপূর্ণ জমি। বাবলুর বসতভিটা নিজেদের দাবি করে তাদের উঠিয়ে দিতে চান রিপন। এ নিয়ে আদালতে মামলা চলছে। বুধবার রিপন বিরোধীয় জমি দখলে এলে তারা বাধা দেন। এ সময় বাবলু, স্ত্রী লাকী, ছেলে পাপ্পু ও ভাতিজা প্রহলাদকে কুপিয়ে পিটিয়ে জখম করেন প্রতিপক্ষের লোকজন।
অভিযুক্ত রিপন সরকারের ভাই অঞ্জন জানান, আমরা কারও ওপর হামলা করিনি। তারা উল্টো আমাদের কয়েকজনকে আহত করেছে।