বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। গতকাল ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা থেকে এসব পণ্য জব্দ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইব্রাহীমপুরে অভিযান চালিয়ে ২ হাজার ১৩৭ পিস ভারতীয় চকলেট, ৪১৩ পিস কসমেটিকসসামগ্রী, ২০ পিস সিল্ক শাড়ি, ৩৪৫ পিস পাঞ্জাবি, ৯৯ পিস জর্জেট থ্রিপিস এবং ৬ হাজার পিস জিলেট ব্লেড জব্দ করে। এসব পণ্যের আনুমানিক মূল্য ৪৭ লাখ ১৬ হাজার ৩৮০ টাকা। জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
অপরদিকে, সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়ন ৯৭ লাখ ৯২ হাজার টাকার ভারতীয় উন্নতমানের শাড়ি এবং ১৭ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় খাদ্যসামগ্রী জব্দ করেছে।