ঢাকার মিটফোর্ড-বাবুবাজারে নকল ও ভেজাল ওষুধ বিক্রি করায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটজনকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ও ধ্বংস করা হয়। গতকাল র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান এবং র্যাব-১০ এর একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। র্যাব-১০ এর সহকারী পরিচালক তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, নকল ও ভেজাল ঔষধ বিক্রি করায় আলী হোসেনকে ৩০ হাজার, রাশেদুল হাসানকে ২০ হাজার, সাজিদুরকে ১০ হাজার, শাহজাহানকে ৫০ হাজার, সুব্রত সরকারকে ৫০ হাজার, আশিককে ১ লাখ, আশফাককে ১ লাখ, নাঈমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।