বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান বলেছেন, গণতন্ত্র এখন খাদের কিনারে। এ অবস্থা থেকে উত্তরণে নিবন্ধিত ও অনিবন্ধিত সব রাজনৈতিক দলকে একীভূত হতে হবে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
শেখ মোস্তাফিজুর রহমান বলেন, জটিল এক সমীকরণের মধ্যদিয়ে দেশের রাজনীতি এগোচ্ছে। নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন ইস্যুতে দলগুলোর মধ্যে বাড়ছে অনৈক্য, সংশয় ও সন্দেহ। নানান বিষয়ে রাজনীতির মাঠে অনৈক্যের সুর ক্রমেই তীব্র হচ্ছে। ভোটের হিসাব যতই এগিয়ে আসছে বিরোধ ততই প্রকাশ্য রূপ নিচ্ছে।
ন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়নের (এনডিইউ) আহ্বায়ক প্রফেসর ড. আসলাম আল-মেহেদীর সভাপতিত্বে আর বক্তব্য দেন সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দার আলী মনি, সিটিজেন পার্টির অধ্যাপক ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদ, জাতীয় সংস্কার পার্টির আমীন আহমেদ আফসারী, জনতা পার্টির এস এম মোস্তাফিজুর রহমান প্রমুখ।