বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট ডিভিশনের নবনিযুক্ত বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীন বলেছেন, স্বাধীন বিচারব্যবস্থা কায়েম ও বিচার বিভাগের মর্যাদা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। এখনো বিচার বিভাগের স্বাধীনতার জন্য সংগ্রাম করতে হয়। কিন্তু কেন? আপনারা বিচারকদের ঘুষ দেবেন না। কারণ আপনি ঘুষ দেন বলেই বিচারক নেন। গতকাল বিকালে বগুড়া জেলা অ্যাডভোকেট বার সমিতির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।