উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে জয় দিয়ে যাত্রা শুরু করেছে আর্সেনাল। স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে বদলি দুই তারকার গোলে ২-০ ব্যবধানে জিতেছে গানাররা।
ম্যাচের ৭১ মিনিট পর্যন্ত কোনো গোল হয়নি। এরপর এবেরেচি এজেকে বদলি করে মাঠে নামানো হয় গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে। মাঠে নামার মাত্র ৩৬ সেকেন্ডের মাথায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন। লিয়ান্দ্রো ত্রোসার্ডের লম্বা পাসে দৌড়ে গিয়ে তিন টাচে বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক উনাই সিমনের শরীরের নিচ দিয়ে বল জালে পাঠান তিনি।
শেষ মুহূর্তে আবারও আলো ছড়ান মার্টিনেল্লি। ৮৭তম মিনিটে তার গড়া আক্রমণ থেকে গোল করেন ট্রসার্ড। বক্সে ঢুকে মার্টিনেল্লির কাটা বল শট নেন ট্রসার্ড, পোস্ট ছুঁয়ে বল জালে জড়িয়ে গেলে আর্সেনালের জয় নিশ্চিত হয়।
এর আগে, ৬৫তম মিনিটে ভিক্টর গিয়োকেরেসের পরিবর্তে মাঠে নামানো হয় ট্রসার্ডকে। দ্বিতীয়ার্ধে তিনি ছিলেন সবচেয়ে কার্যকর।
ম্যাচের প্রথমার্ধে কয়েকটি সুযোগ হাতছাড়া করে আর্সেনাল। ননি মাদুয়েকে, ভিক্টর গিয়োকেরেসের শট ঠেকিয়ে দেন বিলবাওয়ের গোলরক্ষক উনাই সিমন। বিরতির পর ম্যাচের গতি বাড়লেও বিলবাও কোনো গোলের মুখ দেখতে পারেনি।
গত মৌসুমে পিএসজির কাছে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার ১৩২ দিন পর চ্যাম্পিয়ন্স লিগে ফের মাঠে নামে আর্সেনাল। সান মেমেসের প্রতিকূল পরিবেশে নতুন মৌসুমে তারা খেলেছে আট নতুন খেলোয়াড় নিয়ে, এর মধ্যে পাঁচজন ছিলেন শুরুর একাদশে।
শেষ পর্যন্ত মার্টিনেল্লি ও ট্রসার্ডের নৈপুণ্যে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে গানাররা। আগামী রবিবার প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে নামার আগে এই জয় আর্সেনালের আত্মবিশ্বাস আরও বাড়াবে।
বিডি প্রতিদিন/আশিক