দিনাজপুরের খানসামায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকেলে উপজেলার মারগাঁও গ্রামে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মো. আকিবুল ইসলাম ওরফে আজাদ (৫০) গ্রামের আফজাল হোসেনের ছেলে।
পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পরিদর্শক মো. মাহামুদুল আলম তথ্য নিশ্চিত করেন।
খানসামা থানার ওসি পরিদর্শক মো. নাজমুল হক জানান, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তার নেতৃত্বে উপজেলার মারগাঁও গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় মাদক কারবারি আকিবুল ইসলাম ওরফে আজাদকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশের সূত্রটি জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে খানসামা থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, আজাদকে আজ বিকেলে সদর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
দিনাজপুরের পুলিশ সুপার মো. মারফাত হোসাইন বলেন, মাদকবিরোধী কার্যক্রমে জেলা পুলিশ সর্বদা সচেষ্ট। এ ধরনের অভিযান চলমান থাকবে।
বিডি প্রতিদিন/নাজিম