পোপ চতুর্দশ লিও গাজার জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে বলেছেন, বেসামরিক নাগরিকদের আবারো তাদের ভূমি থেকে উচ্ছেদ করা হয়েছে এবং তারা ‘অগ্রহণযোগ্য পরিস্থিতিতে’ বসবাস করছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, বুধবার এক সাধারণ সমাবেশ শেষে এ কথা বলেন পোপ।
তিনি বলেন, আমি গাজার ফিলিস্তিনি জনগণের সঙ্গে গভীর সংহতি জানাচ্ছি, যারা এখনো আতঙ্কের মধ্যে বসবাস করছে এবং তারা আবারো জোরপূর্বক তাদের ভূমি থেকে উচ্ছেদ হয়ে একটি অগ্রহণযোগ্য পরিস্থিতিতে বসবাস করছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী হামাসকে দমন করার লক্ষ্যে গাজা সিটিকে টার্গেট করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। সেখানকার লাখো বাসিন্দা উত্তরাঞ্চলীয় শহর ছেড়ে পালানোর চেষ্টা করছে।
৭০ বছর বয়সী পোপ আরো বলেছেন, আমি আবারো যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি, আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধান এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।
তিনি বলেছেন, আমার আন্তরিক প্রার্থনায় শরিক হতে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, যাতে খুব শিগগিরই শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/নাজিম