গেল ২৪ ঘণ্টায় সিলেটের সবকটি নদীতে পানি কিছুটা কমেছে। তবে এখনো সুরমা ও কুশিয়ারার পানি তিন পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট অফিস জানায়, বুধবার সন্ধ্যা ৬টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ও কুশিয়ারার পানি আমলসীদ পয়েন্টে ৬৩ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পাউবো কর্মকর্তারা জানিয়েছেন, উজানে ভারতের পাহাড়ী অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ায় এবং সিলেটে বৃষ্টি না হওয়ায় সিলেটের সবকটি নদীতে পানি কমেছে। সুরমা ও কুশিয়ারার ৩টি পয়েন্টে এখনো পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও গেল ২৪ ঘন্টায় পয়েন্টগুলোতে পানি কমেছে।
বিডি প্রতিদিন/এএম