কোকেন পাচার বন্ধে ব্যর্থতার অভিযোগে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়াকে মাদকের বিরুদ্ধে লড়াইয়ে মিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রত্যাহার করা হয়েছে। এর জেরে স্থানীয় সময় মঙ্গলবার কলম্বিয়া তাদের বৃহত্তম সামরিক অংশীদার দেশটির কাছ থেকে অস্ত্র কেনা বন্ধের ঘোষণা দিয়েছে।
বুধবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর নিন্দা করেছেন। ট্রাম্প বলেছেন, কলম্বিয়া মাদক নিয়ন্ত্রণের বাধ্যবাধকতা পূরণে স্পষ্টভাবে ব্যর্থ হিসেবে চিহ্নিত হয়েছে।
মিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রত্যাহারের প্রতিক্রিয়ায় কলম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরমান্ডো বেনেদেত্তি ‘ব্লু রেডিও’কে বলেন, এই মুহূর্ত থেকে...যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা হবে না।
কলম্বিয়ার সেনা কমান্ডার ফ্রান্সিসকো কিউবিডস বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন থাকুক কিংবা না থাকুক, মাদক পাচারের সিন্ডিকেট ভেঙে ফেলার জন্য বোগোতা’র লড়াই অব্যাহত থাকবে।
সূত্র : আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত