আসন্ন দুর্গাপূজা উদযাপনে কোনো ধরনের হামলার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বাইরে থেকে আসা নেতিবাচক কথায় কান না দেওয়ারও আহ্বান জানান।
গতবারের থেকে এবার পূজামণ্ডপের সংখ্যা বাড়ানো হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত বছর সারা দেশে পূজা যাদপনের জন্য ৪ কোটি টাকা দেওয়া হতো। এবার সরকার সেটা বাড়িয়ে ৫ কোটি টাকা করেছে।
এবার পূজা উদযাপনে নিরাপত্তা নির্বিঘ্ন করতে একটি অ্যাপস চালু হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/কেএ