ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে ছায়াযুদ্ধে জড়িয়ে রয়েছে ইরান। মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ এবং দেশে তাদের কার্যক্রম পরিচালনায় সহায়তার অভিযোগে এ পর্যন্ত অনেক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, এ বছর ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত ইরানিদের মৃত্যুদণ্ডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সাম্প্রতিক মাসগুলোতে অন্তত নয়জনকে ফাঁসি দেওয়া হয়েছে। শাহবাজি ২০২২ সালের শুরু থেকে জুন মাসের মধ্যে ফাঁসিতে ঝোলানো আরেক আসামি ইসমায়েল ফেকরির সঙ্গে কাজ করেছিলেন।
শাহবাজির বিরুদ্ধে অভিযোগ, তিনি একজন ঠিকাদার হিসেবে তার পদ ব্যবহার করে সংবেদনশীল স্থানে, যেমন সার্ভার রুম, সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত কেন্দ্রে কুলিং ডিভাইস স্থাপন করতেন এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করতেন। ইরানের সুপ্রিম কোর্টে তার আইনজীবী আপিল করেছিলেন, কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত।
বিডি প্রতিদিন/এএম