চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার বেড়েই চলেছে। চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত জেলায় ঘটেছে প্রায় ২০০ দুর্ঘটনা, নগরে ঘটেছে ৭০টির বেশি। এসব ঘটনায় নিহত হয়েছেন আড়াইশোর মতো মানুষ।
বিআরটিএ চট্টগ্রামের তথ্যমতে, গত ছয় মাসে জেলায় ২০০ দুর্ঘটনায় ১৮৩ জন নিহত এবং ২৮৮ জন আহত হয়েছেন। জেলা পুলিশের হিসাবে দুর্ঘটনা ঘটেছে ১৩৫টি, নিহত ১৩২ জন। নগর এলাকায় বিআরটিএর তথ্য অনুযায়ী নিহত ৬৬ জন হলেও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তথ্যে নিহতের সংখ্যা ৫৪।
বিআরটিএর মাসভিত্তিক হিসাবে, মার্চে ২২, এপ্রিলে ৩৩, মে-তে ৩৩, জুনে ৩৪, জুলাইয়ে ৩০ এবং আগস্টে ২৯ জন নিহত হয়েছেন। নগরে নিহত হয়েছেন মার্চে ৯, এপ্রিলে ৮, মে-তে ১৪, জুলাইয়ে ১২ ও আগস্টে ১২ জন।
অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শেখ মুহাম্মদ সেলিম বলেন, চালক ও যাত্রী উভয়কেই সচেতন হতে হবে। নিয়মিত ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিমাসে গড়ে দুই হাজার মামলা হচ্ছে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, চালকদের মাদকাসক্তি ও মোবাইল আসক্তির কারণে দুর্ঘটনা বাড়ছে। মালিক-শ্রমিক সমিতিরা স্বল্প বেতনে অদক্ষ চালক নিয়োগ দেয়। প্রতিটি লাইসেন্সে নিয়মিত ডোপ টেস্ট চালু করলে দুর্ঘটনা কমবে।
সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনার মধ্যে রয়েছে
- ১৩ সেপ্টেম্বর, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত।
- একই দিন, গৈড়লার টেকে লেগুনার চাপায় নিহত হন কৃষক শের মোহাম্মদ (৬০)।
- ১২ সেপ্টেম্বর, মীরসরাইয়ে কাভার্ডভ্যান-প্রাইভেটকার দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত।
- ৮ এপ্রিল, নগরের লালখানবাজারে বাস থেকে নামার সময় চাকরিজীবী তরুণী রিয়া মজুমদার নিহত।
- ১৮ আগস্ট, সিটি গেইটে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত পাঁচজন।
বিডি প্রতিদিন/আশিক