নারীদের ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগে ভারতের সঙ্গে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরে রয়েছে অস্ট্রেলিয়া নারী দল। সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ার পরই দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া নেমেছে লজ্জার এক পরাজয়ে। ভারতের নারী দল সিরিজে জয়ী হওয়ার সম্ভাবনা এখনও বাঁচিয়ে রেখেছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) নিউ চণ্ডীগড়ের মহারাজা যদবীন্দ্র সিং স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা ভারত অধিনায়ক স্মৃতি মান্ধানা তার ক্যারিয়ারের ১২তম ওয়ানডে শতক হাঁকিয়ে দলের জন্য বড় স্কোর গড়েন। মাত্র ৯১ বলে ১১৭ রান করা মান্ধানা ভারতকে ৪৯.৫ ওভারে ২৯২ রানে অল আউট হতে সাহায্য করেন।
মান্ধানার এই শতক ওপেনার হিসেবে নারীদের ওয়ানডেতে সর্বাধিক শতকের রেকর্ডে ভাগ করে নিয়েছেন তিনি নিউজিল্যান্ডের সুজি বেটস ও ইংল্যান্ডের ট্যামি বিমন্টের সঙ্গে।
জবাবে অস্ট্রেলিয়া মাত্র ১৯০ রানে অল আউট হয়। এটি তাদের ওয়ানডে ইতিহাসে একশ বা তার বেশি রানে সর্বোচ্চ ব্যবধানে পরাজয়ের ঘটনা। এর আগে ১৯৭৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯২ রানের এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়া নারীদের সবচেয়ে বড় ব্যবধানের হার।
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন অ্যানাবেল সাদারল্যান্ড, আর এলিস পেরি করেন ৪৪ রান। ভারতের হয়ে ক্রান্তি গৌড় নেন তিনটি উইকেট, এবং দীপ্তি শর্মা দুটি উইকেট লাভ করেন।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে আগামী শনিবার (২০ সেপ্টেম্বর)।
বিডি প্রতিদিন/মুসা