আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে লক্ষ্মীপুরের দুটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত প্রার্থীদের মধ্যে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের অংশ) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। আর লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে প্রার্থী হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
প্রার্থী ঘোষণার পর রাতে জেলা শহরে আনন্দ মিছিল করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে স্লোগান দিতে দিতে মিছিলটি উত্তর তেমুহনী থেকে দক্ষিণ তেমুহনী পর্যন্ত ঘুরে আসে।
এদিকে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। দলীয় সূত্র জানায়, শিগগিরই এসব আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে। তবে সংশ্লিষ্ট আসনগুলোতে মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা ইতোমধ্যেই বেড়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ