রাজধানীর শাহজাহানপুর কবরস্থানের সামনে রাস্তা পারাপারের সময় প্রাইভেট মিনিবাসের চাপায় এক অজ্ঞাত পথচারী নারী নিহত হয়েছে। তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৫৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকারী আদনান অনিক বলেন, শাহজাহানপুর কবরস্থানের সমানের রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় ছিটকে পড়ে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে সেখান থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাত পৌনে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। নিহত নারীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/তানিয়া