চাঁদপুরের পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) দলীয় তালিকা প্রকাশের পর মনোনীত প্রার্থীরা ধন্যবাদ জানান এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে বক্তব্য দেন।
চাঁদপুর-১ (কচুয়া) আসনে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. এহছানুল হক মিলন, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে ড. মোহাম্মদ জালাল উদ্দিন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে মনোনয়ন দেওয়া হয়।
এ ছাড়া চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ইঞ্জিনিয়ার লায়ন মো. মমিনুল হক মনোনয়ন পেয়েছেন।
নেতারা একে বিএনপির সংগ্রাম ও ত্যাগের মূল্যায়ন হিসেবে উল্লেখ করেন এবং নির্বাচনে বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ