এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে বেঞ্চে বসে থাকার পর আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পেয়ে দারুণ বোলিং করেই দলকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার নাসুম আহমেদ। তার এই পারফরম্যান্সের ফলে টাইগারদের সুপার ফোরে যাওয়ার আশা জাগিয়েছে। তবে দলের শেষ দুই ম্যাচের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে নাসুমের একাদশে থাকা।
পাকিস্তান ও নেদারল্যান্ডসের সিরিজে ৫ উইকেট নেওয়া সত্ত্বেও এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে সুযোগ না পাওয়া নাসুম আফগানিস্তানের বিরুদ্ধে ৪ ওভারে মাত্র ১১ রান খরচ করে দুই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। পাওয়ার প্লেতে আফগান ব্যাটারদের ওপর তার কড়া বোলিং ম্যাচ জয়ের পথ সুগম করে দেয়।
তবে ভবিষ্যতে খেলবেন কিনা সেটা নিশ্চিত নয় বলেই জানান এই বাঁহাতি পেসার। সে কথা মাথায় রেখেই নাসুম বলেছেন, “আমি সবসময় মাঠে নেমে সেরাটা দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকি। একাদশে না থাকলেও চিন্তা করি না।”
আফগানিস্তানের বিপক্ষে শেখ মেহেদীর জায়গায় সুযোগ পেয়ে ম্যাচসেরা হওয়া নাসুম নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচেও ১১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার খেতাব পেয়েছিলেন। তবে বাংলাদেশের ১২ টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে মাত্র চারটিতে একাদশে ছিলেন তিনি।
দীর্ঘ সময় পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেও পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে দুই উইকেট নিয়েছেন। ২০২৪ সাল থেকে মোট ছয়টি সাদা বলের ম্যাচ খেলেছেন এই তরুণ পেসার।
বুধবার আবুধাবি থেকে দুবাই যাওয়ার আগে সংবাদমাধ্যমকে নাসুম বলেন, “আমি সবসময় খেলতে প্রস্তুত থাকি, সুযোগ পেলে ভালো খেলব এটাই লক্ষ্য। দলের কৌশল ও পরিস্থিতি অনুযায়ী কখনও খেলতে পারি, কখনও পারি না।”
বর্তমানে গ্রুপ ‘বি’-তে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। আজকের শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে টাইগারদের সুপার ফোরের ভাগ্য। আফগানরা জয় না পেলে কিংবা বড় ব্যবধানে পরাজিত হলে নিশ্চিত হবে বাংলাদেশের সুপার ফোর পদার্পণ।
বিডি প্রতিদিন/মুসা