সাইম আইয়ুবকে পাকিস্তান ক্রিকেটের আগামী বড় তারকা হিসেবে দেখা হয়। রিকি পন্টিংসহ অনেকেই তার প্রতি নজর রাখতে বলেছেন। চলমান এশিয়া কাপে তিনি অবশ্য আলো ছড়াচ্ছেন বোলার হিসেবে, ব্যাট হাতে তেমন সাফল্য পাচ্ছেন না। বরং ব্যাটিংয়ে শূন্য রানের বিরল রেকর্ডে জর্জরিত এই ক্রিকেটার।
গত ১৭ সেপ্টেম্বর দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত ম্যাচে পাকিস্তান ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। জবাবে সংযুক্ত আরব আমিরাত মাত্র ১৭.৪ ওভারে ১০৫ রানেই অল আউট হয়ে যায়, পাকিস্তানের জয় নিশ্চিত হয়। তবে পাকিস্তানের ব্যাটিং দুর্বলতাই আবারও চোখে পড়ে।
ফখর জামান ৩৬ বলে ৫০ রান করেন, কিন্তু বাকিরা ব্যর্থ হন। একমাত্র শাহিন আফ্রিদির ঝড়ো ইনিংসে (১৪ বলে ২৯ রান) পাকিস্তান সম্মানজনক স্কোর গড়তে সক্ষম হয়। আর সাইম আইয়ুব? তিন ম্যাচেই ব্যাট হাতে শূন্য রানে আউট হয়েছেন।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে প্রথম বলেই আউট হন আইয়ুব। ভারতের বিপক্ষে একই ঘটনা ঘটে, এবং গত ম্যাচেও পান্ডিয়ার করা প্রথম ওভারের প্রথম বলেই সাজঘরে ফিরেছেন। চলতি বছর এক পঞ্জিকাবর্ষে পাঁচবার শূন্য রানে আউট হওয়া এই পাকিস্তানি ওপেনার যদি আরেকবার শূন্যে আউট হন, তবে তিনি জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভার ২০২৪ সালে গড়া সর্বোচ্চ পাঁচবার ডাক মারার রেকর্ডের সঙ্গে কাঁধে কাঁধ মিলাবেন।
তবে ব্যাটিংয়ে বাজে সময় কাটলেও বল হাতে আইয়ুব দারুণ ফর্মে আছেন। চলতি এশিয়া কাপে পাকিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ৩ ম্যাচে ১০ ওভার বল করে মাত্র ৬১ রান খরচ করে ৬ উইকেট নিয়েছেন আইয়ুব। অফ স্পিনে ক্যারিয়ার শুরু করা আইয়ুব এখন পূর্ণাঙ্গ স্পিনার হয়ে উঠেছেন। ক্যারম বলেও উইকেট নিয়েছেন, যা বিরল কৃতিত্ব।
ভারতের বিপক্ষে তিন উইকেট নিয়ে ছিলেন। প্রথম ম্যাচে ওমানের বিরুদ্ধে দুই উইকেট নিয়েছিলেন মাত্র ৮ রান খরচে।
বিডি প্রতিদিন/মুসা