পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে আবারও ভেসে এসেছে ১০ ফুট লম্বা মৃত একটি ইরাবতি ডলফিন। এটির পুরো শরীরের বিভিন্ন অংশে চামড়া উঠে গেছে। এছাড়া মাথা ও শরীরে ক্ষত রয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত মোট ১০টি ডলফিনের মৃতদেহ সৈকতের বিভিন্ন পয়েন্টে ভেসে এসেছে বলে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সূত্রে জানা গেছে। জানা যায়, গতকাল দুপুরে গঙ্গামতি সৈকতের ফরেস্ট এলাকায় এই ডলফিনটি দেখতে পান স্থানীয়রা। খরর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন ও বন বিভাগ সদস্যরা এটিকে উদ্ধার করেন। পরে মৃত ডলফিনটিকে মাটি চাপা দেওয়া হয়।