মাদারীপুরে রাকিব মাদবর (২৫) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে র্যাব। গতকাল র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার সন্ধ্যায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে তাদের আটক করা হয়। তাদের শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে। আটকরা হলেন- শিবচর উপজেলার পূর্ব কাকৈর (চর শ্যামাই) গ্রামের নুর আফজাল ওরফে রানা সরদার (৩২) ও কেরানীবাট গ্রামের সিয়াম সরদার (২২)।
র্যাব জানায়, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে ১৪ সেপ্টেম্বর রাতে রাকিবকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় প্রতিপক্ষরা। রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এরই মধ্যে রাকিবকে কোপানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।