রূপগঞ্জে এশিয়ান বাইপাস সড়কে ছিনতাই হওয়া জিসান নামে ব্লগারের মোটসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় লিমন (২০) নামে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানোর হয়েছে। এর আগে শুক্রবার রাতে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে গাজীপুরের কাশিমপুর থানার বারেন্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গতকাল দুপুরে রূপগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম এ তথ্য জানায়। উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর রাতে পূর্বাচল ৩০০ ফিট গোল চত্বর এলাকা থেকে ব্লগার জিসানের মোটরসাইকেল ছিনতাই হয়।