নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকা থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় রবিন মিয়া (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে পূর্বাচল আর্মি ক্যাম্পের সদস্যরা।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি দুই নলা বন্দুক, একটি ডামি পিস্তল, দুই রাউন্ড গুলি, ধারালো অস্ত্র এবং ২২২ গ্রাম হেরোইন, ১৫৩ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পূর্বাচল আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক বলেন, আটক রবিন মিয়ার বিরুদ্ধে আগে থেকেই ছয়টি মামলা রয়েছে।