শরীয়তপুরের গোসাইরহাটে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে উপজেলার কোদালপুর ইউনিয়নের বকাউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ওহাব দেওয়ানপাড়া এলাকার আলমগীর ও নুরে আলম মোল্লা। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতরা পুকুরে বৈদ্যুতিক মোটর লাগাতে গিয়ে স্পৃষ্ট হন।
এদিকে ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কুলসুম বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আজিমনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের কালু মাতুব্বরের স্ত্রী। গতকাল দুপুরে উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে মেয়ে-জামাইয়ের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে তিনি নিহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘারুয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এস এম শহিদ।