নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি ও যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এ কর্মসূচি করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব। আরও উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, যুবদল নেতা কাউছার আহমেদ প্রমুখ।