রিয়াল মাদ্রিদ লা লিগায় এবার তাদের ছয় ম্যাচে ছয় জয় নিশ্চিত করলো। আজ বার্নাব্যুতে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে জাবি আলোনসোর শিষ্যরা ধারাবাহিক জয় নিয়ে ফ্যানদের সামনে একবার আরও জোরালো ইঙ্গিত দিলো।
ম্যাচে কোচ আলোনসোর একাদশ কিছুটা চমক ছিল, বিশেষ করে আক্রমণে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে গঞ্জালো গার্সিয়াকে জুটি দেওয়ার সিদ্ধান্ত ফুটবলপ্রেমীদের নজর কাড়ে। তবে ম্যাচের প্রথম গোলটা এদের কেউ করেননি, বরং করেছেন অপ্রত্যাশিত নায়ক এদুয়ার্দো মিলিতাও।
প্রথম ২৩ মিনিটের মধ্যে রিয়াল মাদ্রিদ গোলের স্পষ্ট সুযোগ তৈরি করতে পারেনি। প্রথম গোলটি হয়তো তেমন পরিষ্কার সুযোগ বলা যাবে না, যখন প্রায় ৩০ গজ দূর থেকে বল নিয়ে এগিয়ে যান মিলিতাও। মনে হচ্ছিল এস্পানিওল এই আক্রমণকে সহজেই থামিয়ে দেবে, কিন্তু গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচের পক্ষে তার বুলেট গতির শট ঠেকানো সম্ভব হয়নি।
এস্পানিওলও রিয়ালকে বেশ বিপদে ফেলেছিল। ফার্নান্দো ক্যালেরো ও টাইরিস ডলান গুরুত্বপূর্ণ সুযোগ পেয়েও থিবো কোর্তেওয়াকে ফাঁকি দিতে ব্যর্থ হন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এমবাপ্পে দুর্দান্ত এক শটে ডি-বক্সের বাইরে থেকে ব্যবধান বাড়িয়ে দিলেন।
ম্যাচে রিয়ালের তৃতীয় গোলের সুযোগও ছিল, কিন্তু দিমিত্রোভিচ এমবাপ্পের দুটি শট রুখে দেন এবং ভিনিসিয়ুস জুনিয়রের শট পোস্টে লেগে ফিরে আসে। সবশেষে এগুলো ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলেনি।
বিডি প্রতিদিন/মুসা