জেলার তিন উপজেলায় ১২ দিনে সাতটি খুনের ঘটনা ঘটেছে। ফলে আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মনে। এ ছাড়া নরসিংদী পৌর শহরের মদনগঞ্জ লাইন রোডে প্রায় দিনই ঘটছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। স্থানীয়রা জানান, শুক্রবার সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে প্রতিপক্ষের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান ফেরদৌসি আক্তার (৩৫) নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার আলোকবালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা ইদন মিয়া নামে এক বিএনপিকর্মীকে গুলি করে হত্যা করে। নিহতের স্বজনরা জানান, আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ আলী গ্রুপের সঙ্গে আলোকবালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নোয়াব আলীর দ্বন্দ্ব চলছিল। ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পলানোর পর আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা এলাকা ছেড়ে যায়। এক বছর পর বৃহস্পতিবার ভোরে আসাদ আলীর সমর্থকরা পুনরায় গ্রামে ঢোকার চেষ্টা করে। বিএনপির লোকজন বাধা দেয়। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপি নেতা-কর্মীদের ওপর গুলি করে। এতে বিএনপিকর্মী ইদন মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন কমপক্ষে ২৫ জন। একই রাতে রায়পুরার পলাশতলী গ্রামে স্বামী মানিক মিয়ার ছুরিকাঘাতে স্ত্রী শিউলি আক্তার (৩০) খুন হন। ১৪ সেপ্টেম্বর রায়পুরার জঙ্গি শিবপুর এলাকায় মানিক মিয়া নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে নদীর পাড়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ১০ সেপ্টেম্বর শিবপুরের বৈলাব গ্রামে চাচা মামুন এবং তার দুই ছেলে দিদার ও বিদ্যুৎ তাদের চাচাতো ভাই সোহাগ (৪০) ও রানাকে (৩৫) কুপিয়ে হত্যা করে। ৮ সেপ্টেম্বর রায়পুরার সমীবাদ গ্রামে গুলিতে নিহত হন কৃষক দুলাল মিয়া (৪৫)। পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ কাজ করছে। সম্প্রতি যেসব হত্যা সংঘটিত হয়েছে। তার চারটি পারিবারিক। আধিপত্য বিস্তার নিয়ে তিনটি হত্যা সংঘটিত হয়েছে। আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দাঙ্গা স্থানীয়দের সহায়তায় রোধ করা হবে।
শিরোনাম
- নিউ জার্সির গভর্নর হলেন মিকি শেরিল
- সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- অন্য দেশের ভিসা আবেদন গ্রহণ করে না জার্মান দূতাবাস
- অ্যাশেজ সিরিজ : অস্ট্রেলিয়ার স্কোয়াডে চমক ওয়েদারল্ড
- আর কোনও ইউরোপীয় দেশে হামলা করবে না রাশিয়া: আলবেনিয়ার প্রধানমন্ত্রী
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের ৮ম দিনের শুনানি চলছে
- বসনিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
- চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ
- আমরা নির্বাচনে জোট করব না: জামায়াত আমির
- অনলাইনে জুয়া খেললেই কমবে ইন্টারনেটের গতি, বন্ধ হবে এমএফএস
- ‘যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও মিত্ররা ৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে’
- ট্রটকে ধরে রাখতে চাইছে না আফগানিস্তান
- পারিবারিক গল্পের সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’
- ইসিবির ২ বছরের চুক্তিতে স্টোকস, আরও আছেন যারা
- হবিগঞ্জে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার
- হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ফেসবুকের মতো কভার ফটো ফিচার
- বিচার বিভাগের ওপর তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত হয়েছে
- গাজীপুরে জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ, জীবিত উদ্ধার ৩৭টি
- অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের অন্তরায় অতিদারিদ্র্য
- আনিসুলের বান্ধবী তৌফিকার আয়কর নথি জব্দের আদেশ
নরসিংদীতে ১২ দিনে ৭ খুন
বেড়েছে আধিপত্যের লড়াই গোষ্ঠীগত দাঙ্গা
সঞ্জিত সাহা, নরসিংদী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর