এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোরের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক হলেন সাইফ হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। আর একই ম্যাচে গেমচেঞ্জার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তাওহীদ হৃদয়।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে দেখেশুনে খেলেছেন সাইফ। মারার বল মেরেছেন, দেখে খেলার বল খেলেছেন বুদ্ধিমত্তার সঙ্গে। ৩৬ বলে পূর্ণ করেন অর্ধশতক। ইনিংসে আসে ২টি বাউন্ডারি ও ৪টি ছক্কা। দলের হয়ে দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। দ্বিতীয় উইকেটে লিটন দাসকে নিয়ে ৩৪ বলে ৫৯ রান এবং তৃতীয় উইকেটে তাওহীদ হৃদয়কে নিয়ে ৪৫ বলে ৫৪ রানের জুটি গড়ে ম্যাচ জয়ের ভিত গড়ে দেন এই ওপেনার।
অন্যদিকে হৃদয় খেলেছেন ৩৭ বলে ৫৪ রানের দারুণ ইনিংস। তার ব্যাট থেকে আসে ৪টি চার ও ২টি ছক্কা। এই ইনিংসের জন্য তিনি পান গেমচেঞ্জার অব দ্য ম্যাচের পুরস্কার।
পুরস্কার হিসেবে ম্যাচসেরা সাইফ হাসান পেয়েছেন ৫ হাজার মার্কিন ডলার, আর গেমচেঞ্জার অব দ্য ম্যাচ তাওহীদ হৃদয় জিতেছেন সাড়ে ৩ হাজার মার্কিন ডলার।
পুরস্কার হাতে নিয়ে সাইফ বলেন, “উইকেটটা খুব ভালো ছিল। আমি চেষ্টা করেছি বল টাইমিং করতে এবং নিজের শেপ ধরে রাখতে। লিটন পাশে থাকায় ব্যাটিংটা সহজ হয়ে গিয়েছিল। ও আমাকে অনেক সাহায্য করেছে, অনুমান করে বলছিল পরের বল কী হতে পারে। এতে আমার খেলাটা আরও সহজ হয়েছে। দলের জন্য অবদান রাখতে পেরে সত্যিই আনন্দিত।”
প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট সাইফ। যোগ করেন, “আমাদের প্রস্তুতিও ভালো ছিল। তাদের বোলারদের বিপক্ষে আমাদের আলাদা পরিকল্পনা ছিল। বিশেষ করে (নুয়ান) তুষারার বিপক্ষে ডানহাতি ব্যাটারদের জন্য পরিকল্পনা ছিল শেপ ধরে রেখে সোজা খেলা। সেটাই দারুণভাবে কাজ করেছে।
বিডি প্রতিদিন/আশিক