রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর সিটি পল্লীতে হাসিনা বেগম (৬৩) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যার অভিযোগে ওই বৃদ্ধার পালিত নাতি সাজেদুল হক সাজুকে (৩০) স্থানীয়রা আটক করে থানায় সোর্পদ করেছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আজ রবিবার দুপুরে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলার ছোনটিয়া বাজার। বর্তমানে তিনি ধলপুর সিটি পল্লীতে বাস করতেন।
নিহতের ভাতিজা আশরাফ আলী জানিয়েছেন, সাজু দীর্ঘদিন ধরে হাসিনা বেগমের সঙ্গে বাসায় থাকতেন এবং কাজ করতেন। হত্যার প্রকৃত কারণ এখনও নির্ধারিত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে দরজা খোলা থাকায় একজন প্রতিবেশী ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় হাসিনা বেগমকে দেখতে পান। পরে পাশের দোকানের সামনে থেকে সাজেদুলকে আটক করা হয়।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক শেখ নজরুল ইসলাম জানিয়েছেন, হাসিনা বেগমকে কাচি ও শিল পাটার শিল দ্বারা মাথা, গলা ও শরীরে আঘাত করে হত্যা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ