বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ব্রিজের নির্মাণকাজ শেষ হলেও করা হয়নি সংযোগ সড়ক। যার কারণে সাঁকো দিয়ে ব্রিজে উঠে পার হতে হচ্ছে শিক্ষার্থীদের। এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল কলেজের শিক্ষার্থীদের চলাচলের জন্য ২০২৩ সালের ১২ এপ্রিল ২৭ লাখ ৭৯ হাজার ৬১৮ টাকা ব্যয়ে ওয়াপদা খালের ওপর ব্রিজ নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। মুলাদী উপজেলার বান্দ রোডের মেসার্স পাপ্পু এন্টারপ্রাইজ ব্রিজ নির্মাণের কার্যাদেশ পায়। ঠিকাদার প্রতিষ্ঠান ২০২৩ সালের ৬ আগস্ট কাজ শুরু করে। গত বছরের মার্চে ব্রিজের নির্মাণকাজ শেষ করে। দীর্ঘ ছয় মাস ধরে ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ করেনি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা বলেন, টেন্ডারটি আমি আসার পূর্বে হয়েছে। তারপরেও সরেজমিন দেখে দ্রুত ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ করার ব্যবস্থা করব। ওই কাজের ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মো. বাদল হোসেন বলেন, আমার প্রতিষ্ঠানের নামে কাজ হলেও আমি সেটি করতে পারিনি। যারা কাজ করেছে তাদের সঙ্গে যোগাযোগ করে ব্রিজের সংযোগ সড়কের কাজ করার ব্যবস্থা করব।