সমঝোতার ভিত্তিতে পিআর ইস্যুর সমাধান মিলবে বলে প্রত্যাশা করছেন নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। গতকাল দুপুরে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘আগামী জাতীয় নির্বাচনে ছাত্র সংসদের প্রভাব’ শীর্ষক ছায়া সংসদে বক্তব্যদানকালে এ প্রত্যাশা করেন তিনি।
মান্না বলেন, ছাত্র সংসদের ফলাফল জাতীয় নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার মতো কোনো প্রভাব ফেলবে না। তবে যারা ভোট দিয়েছে তারা তো অন্যদের ইনফ্লুয়েন্স করবে, সে ক্ষেত্রে কিছুটা প্রভাব তো পড়বেই। ডাকসু নির্বাচনের ভোট সন্তোষজনক ছিল উল্লেখ করে তিনি বলেন, শিবির কেন জিতল, স্বাধীনতায় শিবিরের ভূমিকা কী তারা জানে না। কী প্রভাব এখানে কাজ করল তার গভীর অনুসন্ধান প্রয়োজন।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, জুলাই সনদ নিয়ে একটা সিলভার লাইন হয়েছে। এক জায়গায় আনার মতো অবস্থা তৈরি করতে হবে। পাঁচ মাসে আরও কিছু বিষয় যুক্ত হবে। সেগুলোও নির্বাচনে প্রভাব ফেলবে।
রাজনৈতিক দলগুলোকে পরিবর্তনের পরামর্শ দিয়ে তিনি বলেন, আগে যেমন উগ্রতা ছিল সেটার পরিবর্তন হচ্ছে, আরও করতে হবে। আমরা আশা করি একটা অনুকূল পরিবেশ তৈরি হবে, যার ওপর গণতন্ত্রের সৌধ বানাতে পারব।
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেগোশিয়েশনে ভালো কোনো রেকর্ড নেই দাবি করে মান্না বলেন, এ প্রজন্ম বিশাল অভ্যুত্থান করে একটি সরকার ফেলেছে। কিন্তু নতুন সরকার কীভাবে গঠন করবে তা নিয়ে ভাবেনি।
তিনি আরও বলেন, প্রতীক খুব গুরুত্বপূর্ণ কিন্তু ডমিনেটিং নয়, এরকম মনে করা উচিত না। কোনো মানুষ একা ভোটের ইতিহাস বদলে দিতে পারে না।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আওয়ামী লীগের অধিকাংশ নেতা গণহত্যার অভিযোগে অভিযুক্ত এবং জনগণের কাছে ধিকৃত। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। ফেব্রুয়ারির নির্বাচনে দেশের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক মানুষ উৎসবমুখরভাবে ভোট দেবে। এতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
ছায়া সংসদে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা বিজয়ী হয়।